বিনোদন ডেস্ক

২৪ মে, ২০১৭ ১৪:২৭

বাহুবলীর কাটাপ্পাসহ ৮ অভিনেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাহুবলীর কাটাপ্পা অর্থাৎ সত্যরাজসহ মোট ৮ জন তামিল অভিনেতার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছেন উটির বিচার বিভাগীয় আদালত।

এই ৮ জন হলেন, সত্যরাজ, সূরিয়া, সরথকুমার, শ্রীপ্রিয়া, বিজয়কুমার, অরুণ বিজয়, বিবেক ও চেরন।

এক ফ্রিল্যান্স সাংবাদিক তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। সেই মামলার হাজিরায় আদালতে উপস্থিত না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।

কলকাতা২৪ পত্রিকা জানায়, ২০০৯ সালের ৭ অক্টোবর সাউথ ইন্ডিয়ান সিনে অ্যাকটরস অ্যাসোসিয়েশন একটি তামিল সংবাদপত্রের বিরুদ্ধে মিটিং ডেকেছিল। ওই তামিল সংবাদপত্রটি দক্ষিণী অভিনেত্রীদের ভাবমূর্তি নষ্ট করেছিল বলে অভিযোগ ওঠে। সে কারণেই মিটিং ডাকেন অভিনেতারা।

কিন্তু নির্দিষ্ট তামিল সংবাদপত্রটির সম্পর্কে না বলে, সমস্ত সাংবাদিকদের নিন্দা করেন অভিনেতারা, অভিযোগ ফ্রিল্যান্স সাংবাদিক এম রোজারিওর। আর সেই জন্যই এই আট অভিনেতার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রোজারিও। এরপর ২০১১ সালের ১৯ ডিসেম্বর আদালতে সমন জারি করা হয়।

এ বছরের ১৫ মামলাটির একটি শুনানি ছিল। কিন্তু এদিনও অনুপস্থিত থাকেন অভিনেতারা। তাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেন্থিকুমার রাজাভেল মঙ্গলবার ৮ অভিনেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আপনার মন্তব্য

আলোচিত