বিনোদন ডেস্ক

০৭ জুন, ২০১৭ ১৫:২৯

একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হিন্দি ছবিতে আলিয়া ভাট

এবার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি চলচ্চিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমায় তাকে দেখা যাবে কাশ্মীরি কন্যা হিসেবে।

জানা গেছে, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমির ওপর নির্মিত হবে ছবিটি। যদিও বিষয়টিকে পাক-ভারত যুদ্ধ হিসেবেই অবহিত করা হয়েছে।

ছবিটিতে দেখা যাবে, একজন ভারতীয় নারী পাকিস্তানি এক সেনাকে বিয়ে করেন। ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় গোয়েন্দাদের তথ্য সরবরাহ করতেই এ কাজ করেন তিনি।

ছবিতে ভারতীয় মেয়ের চরিত্রে আলিয়া ও পাকিস্তানি হিসেবে থাকবেন ভিকি কৌশল। ছবিটির শুটিং শুরু হবে আগামী জুলাইয়ে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর আগেও বহুবার বলিউডের সেলুলয়েডে ধরা দিয়েছে নানাভাবে। এর মধ্যে 'যুদ্ধশিশু' (চিলড্রেন অব ওয়ার), '১৯৭১', '১৬ ডিসেম্বর' উল্লেখযোগ্য।

এছাড়া বলিউডের ‘গুন্ডে’ ছবিটি মুক্তিযুদ্ধকে বিতর্কিতভাবে তুলে ধরায় সমালোচিতও হয় বাংলাদেশে। সর্বশেষ ‘ঘাজি’ নামের আরও একটি ছবি নির্মাণ করা হয় ভারতে। যেখানেও মুক্তিযুদ্ধকে শুধু ভারত-পাকিস্তান যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত