সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৭ ১৫:৪৭

কাল থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বাউল উৎসব ও গ্রামীণ মেলা

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ১৬ অক্টোবর (সোমবার) থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বাউল উৎসব ও গ্রামীণ মেলা। আত্মদর্শন আর মানবতাবাদের বাণী ছড়িয়েছেন ফকির লালন সাঁই। আর তার অসাম্প্রদায়িক চেতনা আর মানবসেবার আহবান, যারা ছড়িয়ে দিচ্ছেন দেশ থেকে দেশান্তরে, বসছে তাদের মিলনমেলা। সঙ্গে আছেন, ভক্ত-অনুসারীরাও।

মানুষের মাঝেই বাস করেন ঈশ্বর। যে মানুষ চেনে, সে পরমেশ্বরকেও চেনে। এমন দর্শনই লালন করেছেন, ফকির লালন সাঁই। সংগীতের ভাষায় তিনি বলেছেন, আত্মশুদ্ধির কথা, দুলিয়েছেন চিন্তার জগৎ।

সাঁইজির সেই দীক্ষা দেশ থেকে দেশান্তরে যারা ছড়িয়ে যাচ্ছেন, তিরোধান দিবসে তাদেরই মিলন মেলা বসতে যাচ্ছে, কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়া বাড়িতে। একটা সময় স্বল্প পরিসরে তিরোধান দিবস পালন হলেও এখন তা পরিণত হয়েছে লালনোৎসবে।

তিন দিনের এই উৎসবে থাকছে সাধু সঙ্গ, বাউল উৎসব আর কালী নদের পাড়ে গ্রামীণ মেলা। আয়োজন সফল করতে ব্যস্ততা বেড়েছে কর্তৃপক্ষের। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা।

ফকির লালন সাঁই দেহ ত্যাগ করেন পয়লা কার্তিক। সেই দিনটির স্মরণে প্রতি বছর তার ভক্ত-অনুসারীরা মিলিত হন ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে।

মানুষের মাঝেই বাস করেন ঈশ্বর। যে মানুষ চেনে, সে পরমেশ্বরকেও চেনে। এমন দর্শনই লালন করেছেন, ফকির লালন সাঁই।

সংগীতের ভাষায় তিনি বলেছেন আত্মশুদ্ধির কথা, দুলিয়েছেন চিন্তার জগৎ।

সাঁইজির সেই দীক্ষা দেশ থেকে দেশান্তরে যারা ছড়িয়ে যাচ্ছেন, তিরোধান দিবসে তাদেরই মিলন মেলা বসতে যাচ্ছে, কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়া বাড়িতে। একটা সময় স্বল্প পরিসরে তিরোধান দিবস পালন হলেও এখন তা পরিণত হয়েছে লালনোৎসবে।

তিন দিনের এই উৎসবে থাকছে সাধু সঙ্গ, বাউল উৎসব আর কালী নদের পাড়ে গ্রামীণ মেলা।

আয়োজন সফল করতে ব্যস্ততা বেড়েছে কর্তৃপক্ষের। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা।

ফকির লালন সাঁই দেহ ত্যাগ করেন পয়লা কার্তিক। সেই দিনটির স্মরণে প্রতি বছর তার ভক্ত-অনুসারীরা মিলিত হন ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে।

আপনার মন্তব্য

আলোচিত