সিলেটটুডে ডেস্ক

১৫ এপ্রিল, ২০২১ ০০:৪২

গুগল ডুডলে বাংলা নববর্ষ

প্রতিবছরের ন্যায় এবারও বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ডুডলে এনেছে পরিবর্তন। ডুডল দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে গুগল। গুগলের হোমপেজে নতুন বছর উপলক্ষ্যে এ বিশেষ ডুডল প্রদর্শিত হয়েছে।

এবারের ডুডলে কাগজের তৈরি নকশা করা মুখোশের ওপর রং-তুলির আঁচড় দিতে দেখা যায়। লাল, হলুদ, মেরুন, সবুজসহ বাহারি রঙে মুখোশকে সাজানো হয়। সাধারণত মঙ্গল শোভাযাত্রায় এ ধরনের মুখোশ ব্যবহার করা হয়ে থাকে।

ডুডল- অর্থাৎ বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটির হোম পেজে বিশেষ প্রদর্শন করা হয়।

গত শতকের ৮০ এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে পহেলা বৈশাখে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন শুরু হয়।

বাংলাদেশে বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালে জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত