ওয়েব ডেস্ক

০৭ মার্চ, ২০১৬ ১৩:২০

গুগল ডুডলে টি-টোয়েন্টি বিশ্বকাপ

শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপ নিয়েই গুগল সাজিয়েছে তাদের আজকের ডুডল। এতে শোভা পাচ্ছে ক্রিকেট মাঠ। আর সেখানে দেখা যাচ্ছে অ্যানিমেটেড খেলোয়াড়দের।

৮ মার্চ থেকে ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা শেষ হবে ৩ এপ্রিল। ভারতের সাতটি ভেনুতে খেলা হবে। ১৬টি দল এতে অংশ নিচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এটা ষষ্ঠ আসর। প্রথমবারের মতো এই আসর বসছে ভারতে।

দেশটির সাতটি শহরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে।।

বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা ও দিবসই প্রাধান্য পায় গুগলের ডুডলে। গুগলের হোমপেজে গিয়েই ব্যবহারকারীদের যেন তা মনে পড়ে যায়, তাই এই ব্যবস্থা।

ক্রিকেট নিয়ে গুগলের ডুডলও অবশ্য এবারই প্রথম না। এর আগে ২০১৪ সালেও বিশ্বকাপ নিয়ে ডুডল তৈরি করেছিল গুগল।

ক্রীড়াবিশ্বের গুরুত্বপূর্ণ সব প্রতিযোগিতার সময় দেখা গেছে গুগলের ডুডল। ২০০৭ সালের রাগবি বিশ্বকাপ, ২০০২, ২০০৬ ও ২০১০ সালের ফুটবল বিশ্বকাপ, ২০০৮ সালের ইউরো কাপ, ২০০৯ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বিশেষভাবে উদযাপন করেছিল গুগল।

এ ছাড়া বিভিন্ন সময়ের অলিম্পিকের সময় দেখা গেছে গুগল ডুডল।

আপনার মন্তব্য

আলোচিত