অনলাইন ডেস্ক

০২ এপ্রিল, ২০১৬ ১১:২১

‘দ্য ববস’ প্রতিযোগিতার ভোটাভুটি শুরু

জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলের ‘দ্য ববস- বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ অ্যাওয়ার্ডের চূড়ান্ত প্রতিযোগীদের ভোটাভুটি শুরু হয়েছে৷

বিশ্বের ১৩টি ভাষার প্রতিযোগীদের সঙ্গে বাংলা ভাষার চার প্রতিদ্বন্দ্বী রয়েছে, যারা বাক স্বাধীনতা ও সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছেন৷

ডয়চে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর প্রতিযোগিতার জন্য দুই হাজার তিনশর বেশি মনোনয়ন জমা পড়ে৷ যাচাই-বাছাইয়ের পর দ্য ববস-এর আন্তর্জাতিক জুরিমণ্ডলী ১৪টি ভাষার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের বাছাই করেন৷

বাংলা ভাষার যেসব প্রতিদ্বন্দ্বী মিশ্র ভাষা বিভাগগুলোতে রয়েছে, তারা হচ্ছে সামাজিক পরিবর্তন বিভাগে ‘সুন্দরবন বাঁচাও আন্দোলন’, প্রগতির জন্য প্রযুক্তি বিভাগে ‘মায়া আপা’, নাগরিক সাংবাদিকতা বিভাগে ‘রেজরস এজ ভিডিও তথ্যচিত্র’ এবং শিল্প ও সংস্কৃতি বিভাগে জিএমবি আকাশের ইন্সটাগ্রাম পাতা৷

এছাড়া বাংলা ভাষা বিভাগে রয়েছে পাঁচটি ব্লগ৷ এগুলো হচ্ছে ইস্টিশন ব্লগ, জার্মান প্রবাসে, ইতুর ব্লগ, অগ্নি সারথির ব্লগ এবং প্রবীর বিধানের ব্লগ৷

আগামী ২ মে পর্যন্ত তাদের অনলাইনে ভোট দেওয়া যাবে এই ঠিকানায়

অনলাইন ব্যবহারকারীদের ভোটে ‘ইউজারস প্রাইজ’ বিজয়ীদের পাশাপাশি দ্য ববস-এর জুরিমণ্ডলী জার্মানির রাজধানী বার্লিনে এক বৈঠকের মাধ্যমে প্রতিযোগিতার ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আগামী জুন মাসে জার্মানির বন শহরে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে বিজয়ীদের।

চলতি বছর দ্য ববস প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হচ্ছে আলসুমারিয়া, সামহোয়্যার ইন ব্লগ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বাংলাট্রিবিউন, চায়না ডিজিটাল টাইমস, আইএফইএক্স, গ্লোবাল ভয়েসেস, ওয়াজা, সত্যাগ্রহ, ওয়েবদুনিয়া, গোয়া, রোমাডস্কে টিভি, নোভোয়ে ভ্রেমিয়া, মাদিয়াতাভা৷

আপনার মন্তব্য

আলোচিত