নিউজ ডেস্ক

০৯ অক্টোবর, ২০১৫ ২০:৪৬

সৌদিতে গৃহপরিচারিকার হাত কাটলেন গৃহস্বামী

সৌদি আরবের রাজধানী রিয়াদে কাজের পরিবেশ নিয়ে অভিযোগ করায় এবং বেতন বাড়ানোর দাবী করায় এক গৃহপরিচারিকার হাত কেটে দিয়েছেন গৃহস্বামী। পরে আহত ওই নারী ভারতীয় নাগরিক। ওই ঘটনার তীব্র নিন্দা করে অপরাধীর শাস্তির দাবি করেছে ভারত।

তামিলনাডুর বাসিন্দা পঞ্চাশ বছর বয়সী কস্তুরীদেবী বাসার কাজ করতে রিয়াদে গিয়েছিলেন। কিন্তু কিছু দিনের মধ্যেই গৃহস্বামীর অত্যাচারের শিকার হন তিনি। প্রতিবাদ করায় মাঝেমধ্যেই জুটত মারধর। বিশাখাপত্তনম থেকে কস্তুরীদেবীর বোন বিজয়লক্ষ্মী বলেন, ‘কাজের সূত্রে এই প্রথম দেশের বাইরে গেছে কস্তুরী। দালাল মারফত কাজ জোটায় তাঁর মাইনের বেশ কিছুটা অংশ দিতে হত সেই দালালকেও।’

খুব গরীব হওয়ায় সংসারের হাল ধরতেই রিয়াদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর সেখানেই ঘটেছে ওই নরকীয় ঘটনা। বিজয়লক্ষ্মী বলেন, ‘আমাদের জানানো হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কস্তুরী। তখনই গৃহস্বামী তাঁর ডান হাতের কব্জি কেটে নেয়।’

পালাতে গিয়ে বারান্দা থেকে পড়ে মেরুদণ্ডেও মারাত্মক চোট পেয়েছেন তিনি। রিয়াদের একটি হাসপাতালে তার চিকিত্সা চলছে। ওই ঘটনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, ‘এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই ধরনের ঘটনা কোনও মতেই মেনে নেওয়া যায় না। সৌদির সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

আপনার মন্তব্য

আলোচিত