সিলেটটুডে ডেস্ক

১০ অক্টোবর, ২০১৫ ২২:২৩

মা ব্যস্ত ছিলেন ফেসবুকে, পানিতে পড়ে মারা যায় শিশু

মা যখন ব্যস্ত ছিলেন ফেসবুকে, তখন পানিতে পড়ে মারা যায় শিশু।ফেসবুকিং করার সময় দুই বছরের শিশু সন্তান জোসুহার পুকুরে ডুবে মৃত্যুর দায়ে মা ক্লেয়ার বারনের্টকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে বৃটেনের হুল ক্রাউন আদালত।

বৃটিশ প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে, ইস্ট ইয়র্কশয়ারে ২০১৪ সালের ১৭ মার্চ শিশু পুত্র জোসুহা বাগানে খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়।

ঠিক ঐ মূর্হুতে ক্লেয়ার মোবাইলে ফেসবুকিং করায় ব্যস্ত ছিলেন। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলেও ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

সন্তানের প্রতি নিষ্ঠুরতার জন্য নিজের দায় স্বীকার করেছেন ক্লেয়ার বারনের্ট।

বিচারক জেরমি রিচার্ডসন কোর্টে ক্লেয়ারকে উদ্দেশ্য করে বলেন, ‘তোমার নিষ্ঠুরতার জন্য সন্তানের মৃত্যু হয়েছে যা তোমাকে নিজের মৃত্যুর আগ মূর্হুত পর্যন্ত ভাবাবে।’

আপনার মন্তব্য

আলোচিত