আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন, ২০২০ ০২:০৮

সিগারেটের লাইটার আদান-প্রদানে ঘটছে করোনার সংক্রমণ

আপাতদৃষ্টিতে কাজটি নিরাপদ হলেও এর মাধ্যমেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিস্তার করেছে করোনাভাইরাস। আর এই ‘নিরাপদ’ কাজটি হচ্ছে কয়েক জন ধূমপায়ীর সিগারেটের লাইটার আদান-প্রদান। রোববার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ডুজ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মেলবোর্নের স্টামফোর্ড প্লাজা হোটেলটি বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। এই হোটেলের কর্মীরা সম্ভবত ধূমপানের সময় নিজেদের মধ্যে সিগারেটের লাইটার আদান-প্রদান করেছিলেন। সেখান থেকে কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ ঘটে।

বিজ্ঞাপন

অ্যান্ডুজ বলেন, ‘আমাদের সর্বোচ্চ জ্ঞান অনুযায়ী, আমাদের বিশ্বাস আক্রান্তের কিছু ঘটনা লোকজনের মধ্যে সিগারেটের লাইটার আদান-প্রদানের সময় হয়েছে। তাদের দূরত্ব বজায় থাকলেও শেষ পর্যন্ত এক জনের সঙ্গে আরেক জনের লাইটার বিনিময় হয়েছে।’

তিনি জানান, অবশ্য লাইটার আদান-প্রদান করোনা প্রতিরোধে জারি করা স্বাস্থ্যবিধির বিপক্ষে নয়। কিন্তু এই ঘটনা প্রমাণ করছে করোনাভাইরাস কতোটা বিপজ্জনক।

রোববার ভিক্টোরিয়াতে নতুন করে ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত তিন মাসের মধ্যে রাজ্যটিতে এক দিনে আক্রান্তের এটি সর্বোচ্চ রেকর্ড।

আপনার মন্তব্য

আলোচিত