সিলেটটুডে ডেস্ক

০১ জুলাই, ২০২০ ১৬:০০

বিদেশিদের কানাডা সফরে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

বিদেশি নাগরিকদের কানাডায় সফরের উপর আরোপিত নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে। গণস্বাস্থ্য রক্ষার স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির জ্যেষ্ঠ মুখপাত্র রেবেকা পার্ডি গণমাধ্যমকে জানিয়েছেন।

গত ১৬ মার্চ জারি করা বিদেশি নাগরিকদের কানাডা আরোপিত নিষেধাজ্ঞা আজ সোমবার মধ্যরাত অবধি কার্যকর ছিলো।

কানাডা থেকে প্রকাশিত বাংলা অনলাইন নতুনদেশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক, কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের পরিবারের নিকটতম সদস্যরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। তবে ওয়ার্ক পারমিটে থাকা এবং বিদেশি শিক্ষার্থীদের পরিবারের নিকটতম সদস্যরা এই ছাড়ের আওতায় পড়বেন না বলে মুখপাত্র রেবেকা পার্ডি জানিয়েছেন।

যে সব দেশে ভাইরাস সংক্রমণ কমে গেছে সেই সব দেশের নাগরিকদের নিষেধাজ্ঞার বাইরে রাখার একটি প্রস্তাব আলোচিত হলেও সরকার সেটি গ্রহণ করেনি। ফলে যুক্তরাষ্ট্র ছাড়া সবদেশের নাগরিকদের জন্যই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

আপনার মন্তব্য

আলোচিত