আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুলাই, ২০২০ ১৩:৫৯

উত্তর প্রদেশে বজ্রপাতে নিহত ২৩

ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন।

শনিবার উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আল্লাহাবাদে ৮ জন, মির্জাপুরে ৬ জন, কাউশাম্বিতে দু'জন এবং জোয়ানপুরে একজনের মৃত্যু হয়েছে। ভাদোহি জেলার বিভিন্ন স্থানে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও কমপক্ষে ছয়জন।

বিজ্ঞাপন

এদিকে রিলিফ কমিশনারের কার্যালয় জানিয়েছে, প্রয়াগরাজে আরও ৯ জন, মির্জাপুরে ১০ জন এবং কাউশাম্বিতে চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বজ্রপাতে নিহতদের পরিবারকে ৪ লাখ প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।

একই সঙ্গে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন যোগী আদিত্যনাথ।

আপনার মন্তব্য

আলোচিত