আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০২০ ২০:১৫

ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ, একদিনেই শনাক্ত ৩২ হাজার ৬৯৫

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে, সংক্রমণের নয়া রেকর্ড গড়েছে এই মারণ ভাইরাস।

গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৯৫ জন মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ৯ লাখ ৬৮ হাজারে রও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে।

একদিনের ব্যবধানে ভারতে করোনায় মৃত্যু হয়েছে আরও ৬০৬ জনের। এতে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ৯১৫ জন।

বিজ্ঞাপন

তবে চিকিৎসা সহায়তায় দ্রুত সুস্থও হয়ে উঠছেন বহু মানুষ। এখন পর্যন্ত ভারতে প্রায় ৬ লাখ ১০ হাজারেরও বেশি করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার সকালে এই সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.২৫ শতাংশে।

প্রায় ১৩০ কোটি মানুষের দেশ ভারতে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২৭ লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত বুধবার ৩ লাখ ২৬ হাজার ৮২৬ জনের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়, যা একদিনে সর্বোচ্চ পরীক্ষার রেকর্ড বলে জানিয়েছে দেশটির সরকার। সূত্র: এনডিটিভি

আপনার মন্তব্য

আলোচিত