আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুলাই, ২০২০ ১১:২১

বন্যায় উহানসহ কয়েকটি শহরে রেড অ্যালার্ট

চীনের মধ্য ও পূর্বাঞ্চলে অবিরাম ভারি বৃষ্টিপাতে কয়েক দশকের মধ্যে ভয়াবহতম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে উহানসহ কয়েকটি শহরে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার(১৭ জুলাই) অবিরাম বৃষ্টিতে নদী, হ্রদের পানি বিপদসীমা পেরিয়ে যাওয়ায় হুবেই, আনহুই, জিয়াংশি ও ঝেঝিয়াং প্রদেশে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করে চীনের কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

রয়টার্স জানিয়েছে, হুবেই প্রদেশের রাজধানী উহানে বন্যার তোড়ে পিপিইসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যাহত হচ্ছে করোনাভাইরাস মোকাবিলা কর্মসূচি।

পাশাপাশি উহানের ইয়াংজি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় সেখানকার অধিবাসীদের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে কর্তৃপক্ষ। এছাড়াও, হুবেই প্রদেশের বিশালাকার তিনটি পাহাড়ি জলাধারে পানি বিপদসীমার ১০ মিটারেরও বেশি বেড়ে গেছে।

অন্যদিকে জিয়াংসি প্রদেশে পয়্যাং হ্রদের পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও পূর্বদিকে সাংহাইয়ের একটি হ্রদের পানি বিপদসীমার ওপরে চলে যাওয়ায় সেখানেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

প্রসঙ্গত, চীনের প্রায় প্রতিবছরই এ সময়টিতে বৃষ্টিপাতের কারণে বন্যা হলেও এবছর করোনাভাইরাসের কারণে তা আরও বেশি দুর্ভোগ বয়ে এনেছে। চীনের বহু জায়গাতেই বন্যার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। ফলে নভেল করোনাভাইরাসের ধাক্কা সামলে কেবলই চাঙ্গা হয়ে উঠতে শুরু করা চীনের অর্থনীতি আবার মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত