সিলেটটুডে ডেস্ক

০৩ আগস্ট, ২০২০ ২০:০৪

আফগানিস্তানের কারাগারে আইএসের হামলা, নিহত ২৯

আফগানিস্তানের জালালাবাদের একটি কারাগারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। রোববারের এই হামলায় আহত হয়েছেন আরো ৪৩ জন।

আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

জানা গেছে, পূর্ব আফগানিস্তানের ওই কারাগারটিতে প্রথমে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে পুলিশ ও স্পেশাল ফোর্স ওই এলাকায় মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

নানগারহার প্রদেশের সংসদ সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, 'হামলায় প্রায় ৩০ জন জঙ্গি জড়িত ছিল। কারাগারটিতে প্রায় দুই হাজার বন্দিকে রাখা হয়েছিল।'

এ বিষয়ে নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি জানিয়েছেন, হামলাকারীরা বেশির ভাগই কারাগারের কাছে একটি বাজারে লুকিয়ে ছিল। আর সেখান থেকেই নিরাপত্তারক্ষীদের উদ্দেশে গুলি চালানো হয়।

বন্দুকধারীদের হামলার সুযোগে কারাগার থেকে বন্দিরা পালিয়ে যেতে শুরু করে। ফলে নিরাপত্তা বাহিনীকে তাদের জনবল সরিয়ে অন্যদিকে নিতে বাধ্য করা হয়।

সোমবার দুপুর পর্যন্ত প্রায় এক হাজার বন্দিকে ধরা সম্ভব হয়েছে। তবে কত বন্দি পালিয়েছে, সেটা এখনো সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না।

আপনার মন্তব্য

আলোচিত