আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫৮

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়োশিহিদে সুগা। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হচ্ছেন। আবে সরকারের মুখ্য মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা সুগা বুধবার দিনের শেষ দিকে তার নিজের মন্ত্রিসভা গঠন করবেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিবিসি জানায়, এ সপ্তাহের শুরুতে সরকার দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর বুধবার ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছেন ৭১ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ সুগা।

জাপানের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রীর শিনজো আবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সুগা। এর আগে তিনি আবের প্রশাসনে প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা প্রধানমন্ত্রীর পর জ্যেষ্ঠতম পদ। আশা করা হচ্ছে, তিনি আবের নীতি অনুযায়ী দেশ পরিচালনার কাজ করবেন।

বিজ্ঞাপন

গত মাসে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন আবে। বুধবার শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠক করেন আবে এবং এসময় সাংবাদিকদের তিনি বলেন, গত আট বছর ক্ষমতায় থাকাকালীন তার কৃতিত্বের জন্য তিনি গর্বিত।

এরপর জাপানের সংসদের নিম্নকক্ষে ভোট হয় যেখানে সুগা ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন হন।

আপনার মন্তব্য

আলোচিত