আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০২

চীনে খনি দুর্ঘটনায় ১৬ শ্রমিকের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় অন্তত ১৬ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে শোংজাও কয়লা খনিতে মাত্রাতিরিক্ত কার্বন মনো অক্সাইড ছড়িয়ে পড়লে খনির ভেতর ১৭ শ্রমিক আটকা পড়েন। এর মধ্যে ১৬ জনেরই মৃত্যু হয়। জীবিত অপর একজনকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, শোংজাও কয়লা খনিটি স্থানীয় এক জ্বালানি কোম্পানির মালিকানাধীন। রোববার খনিটির ভেতর বেল্ট পোড়ানোর সময় বেঁধে দেওয়া সীমার চেয়ে অতিরিক্ত কার্বন মনো অক্সাইড ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে সিনহুয়া।

পরে ৭৫ উদ্ধারকর্মীর একটি দল খনির ভেতর প্রবেশ করে। ঘটনাস্থলে ৩০ চিকিৎসাকর্মীও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে চীনের এ রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

উল্লেখ করা যায় যে, বিশ্বে চীনের খনিগুলোতেই দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে থাকে।

আপনার মন্তব্য

আলোচিত