আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর, ২০২০ ১৬:৩৬

পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপে দর্শনার্থীদের ‘প্রবেশ নিষেধ’

পূজা মণ্ডপে দর্শনার্থীরা ঢুকতে পারবেন না। বাইরে থেকে দেখতে হবে প্রতিমা। কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে প্রতিমা দর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাই হোর্ট।

করোনাকালে দুর্গাপূজার আয়োজনে এমনিতেই সরকারি নিষেধজ্ঞার শেষ নেই। এবার জনস্বার্থ মামলায় কলকাতা হাই কোর্টও পূজা মণ্ডপে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করল।

বিশেষজ্ঞদের আশঙ্কা, আসন্ন দুর্গাপূজায় ভিড়় নিয়ন্ত্রণ করতে না পারলে কলকাতায় করোনার সুনামি হবে। এ অবস্থায়ও দুর্গাপূজার আয়োজনে কমতি নেই। বিভিন্ন বাজেটের পূজা হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকেও উৎসাহ দেওয়া হচ্ছে পূজার আয়োজনে।

পূজায় ভিড় নিয়ন্ত্রণে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করা হয়। সেই মামলায় এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পূজো মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ জরুরি। কোনো গাফিলতি বরদাশত করা হবে না।’

কলকাতা শহরেই ৩ হাজারের বেশি দুর্গাপূজা হয়। হাইকোর্টের নির্দেশ, মণ্ডপের ৫ থেকে ১০ মিটার দূরে ব্যারিকেড (প্রতিবন্ধকতা) করতে হবে।

মণ্ডপের ভেতরে শুধু পূজারি ও আয়োজকদের তরফে ১৫-২০ জন প্রবেশ করতে পারবেন। তাদেরও নামধাম লিখে রাখতে হবে কমিটিকে।

হাইকোর্টের সাফ নির্দেশ, পূজার পর রাজ্য সরকার নির্দেশ কতটা পালন করেছে তারও প্রতিবেদন আদালতকে দিতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত