আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর, ২০২০ ১৪:১১

মক্কায় মসজিদ আল হারামের গেটে গাড়ি দুর্ঘটনা, চালক আটক

সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামের ফাহাদ গেটে গাড়ি দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) রাতে eকটি হুন্দাই প্রাইভেটকার মসজিদ আল হারামের বাহির থেকে বেশ কিছু অস্থায়ী ব্যারিকেড ভেঙে ৮৯ নম্বর বাদশাহ ফাহাদ ফটকে দ্রুত গতিতে ধাক্কা খায়।।

এ ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীরা গাড়িচালককে আটক করেছে।

শনিবার (৩১ অক্টোবর) মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়, মসজিদ আল হারামের গেটে এক ব্যক্তি গাড়ি নিয়ে দ্রুতগতিতে ধাক্কা দেন। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে, দুর্ঘটনার বিষয়ে সৌদি আরবের মক্কা মোক্কাররমা প্রদেশের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র সুলতান আল দোসরি জানিয়েছেন, গাড়িচালককে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানায়, আটক গাড়িচালক সৌদি নাগরিক এবং তিনি মানসিক ভারসাম্যহীন।

আপনার মন্তব্য

আলোচিত