আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২০ ১১:৪৭

ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী সপ্তাহেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে সোমবার তিনি জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইলেকটোরাল কলেজ সভার ভোটে বাইডেনের চূড়ান্ত বিজয়ের পরই এ ঘোষণা দিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল।

বিজ্ঞাপন

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত উইলিয়াম বার। তবে নির্বাচনে জালিয়াতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগে সায় দেননি তিনি। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব লাগে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের।

এ মাসের শুরুতে উইলিয়াম বলেছিলেন, ‘এখন পর্যন্ত আমরা এমন জালিয়াতির প্রমাণ দেখতে পাইনি যা নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে।’

এতে ট্রাম্প শিবিরের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এমনকি সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছিলেন, ‘আমার ধারণা, এরপর তিনিই হয়তো বরখাস্ত হতে চলেছেন।’

বিজ্ঞাপন

পদত্যাগের ঘোষণার আগে ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেন উইলিয়াম।

এক টুইটে ট্রাম্প বলেন, ‘এই মাত্র অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দারুণ একটি বৈঠক হলো। আমাদের সম্পর্ক সবসময় খুব ভালো ছিল। তিনি অসাধারণভাবে তার দায়িত্ব পালন করেছেন। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বড়দিনের ঠিক আগে চলে যাবেন তিনি।’

আপনার মন্তব্য

আলোচিত