সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২০ ১১:৩২

সংক্রমণ বন্ধে ইউকে ফ্লাইট নিষিদ্ধের সিদ্ধান্ত নেদারল্যান্ডসের

ডাচ সরকার রোববার ব্রিটেন থেকে সকল যাত্রীবাহী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

নতুন ধরণের করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর ডাচ সরকার এ উদ্যোগ নিল। রোববার স্থানীয় সময় সকাল ৬টা থকে ১ জানুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নতুন ও আরও বেশি সংক্রামক শক্তি সম্পন্ন করোনা ভাইরাস ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস প্রতিরোধে ব্রিটেন দেশের বিভিন্ন অংশে লোকজনকে ঘরে থাকার নির্দেশ জারি করেছে।

ডাচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিড ১৯ ভাইরাসের আরও সংক্রামক রূপান্তর পুরো ব্রিটেনজুড়ে ছড়িয়ে পড়েছে। এটি খুব দ্রুত ও সহজে ছড়িয়ে পড়ছে। এটি শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। এ কারণে প্রধানমন্ত্রী মার্ক রুটের ক্যাবিনেট সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নিয়েছে।

বিবৃতিতে ডাচ নাগরিকদের খুব বেশি প্রয়োজন না হলে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, নেদারল্যান্ডসে বর্তমানে পাঁচ সপ্তাহের লকডাউন চলছে। মধ্য জানুয়ারি পর্যন্ত এ লকডাউন চলবে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ অদরকারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, লন্ডন ও দক্ষিণপূর্ব ইংল্যান্ডে ছড়িয়ে পড়া ভাইরাসটি ৭০ শতাংশেরও বেশি সংক্রামক।

আপনার মন্তব্য

আলোচিত