আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২০ ১২:১৪

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৯

বোমা বিস্ফোরণে ১২ শিশু মারা যাওয়ার কয়েকদিন পর আবারও আফগানিস্তানের রাজধানীতে আরও ৯ জন মারা গেছে। এবার একটি গাড়িতে হামলা চালানো হয়েছে।

এএফপি’র খবরে বলা হয়েছে, এই ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন।

বিজ্ঞাপন

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, ‘সন্ত্রাসীরা কাবুল শহরে হামলা চালিয়েছে এবং ওই হামলায় দুর্ভাগ্যজনকভাবে ৯ জন নিহত ও আরও ২০ জনেরও বেশি আহত হয়েছে।’

নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজধানীর পশ্চিমে এ গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তালেবান অথবা অন্য কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

তবে সরকারের পক্ষ থেকে তালেবানকে দায় দিয়ে বলা হচ্ছে, ‘আমরা জানি শত্রু করা। তাদের পরিকল্পনাও জানা আছে।’

গত শুক্রবার গজনি প্রদেশের গিলান জেলায় ১২ শিশু মারা যায়। পাশাপাশি আরও ১২ জন গুরুতর আহত হয়।

সেদিন দুপুর ২টার দিকে এক ব্যক্তির কাছ থেকে খেলনা বুলেট কিনতে গিয়েছিল ওই শিশুরা। কিন্তু তা ছিল আসল!

আপনার মন্তব্য

আলোচিত