সিলেটটুডে ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২১ ২২:৫২

ফাইজারের টিকা নেওয়ার পর আইসিইউতে চিকিৎসক

ফাইজারের টিকা নেওয়ার পর শারীরিক জটিলতায় পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন মেক্সিকান চিকিৎসক। ওই চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি। তাকে নুইভো লিয়ন রাজ্যের একটি পাবলিক হাসপাতালের আইসিইউ ইউনিটে রাখা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মেক্সিকোর পক্ষ থেকে বলা হয়েছে, টিকা নেওয়ার পর ৩২ বছর বয়সী ওই নারী চিকিৎসকের অসুস্থ হয়ে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে ফাইজার ও বায়োইনটেকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টিকা নেওয়ার পর ওই ডাক্তার খিঁচুনি, শ্বাসকষ্টের কবলে পড়েন। তার শরীর র‍্যাশে ভরে যায়।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই চিকিৎসকের এনসেফেলোমাইটিস হয়েছে।’

এনসেফেলোমেলাইটিস হলো মস্তিষ্ক এবং মেরুদণ্ডের প্রদাহ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই চিকিৎসকের অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার অতীত ইতিহাস রয়েছে। আর ক্লিনিক্যাল ট্রায়ালের সময় টিকা নেওয়ার পর কাউকে মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হতে দেখা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত