জুয়েল রাজ, লন্ডন থেকে

০৭ জানুয়ারি, ২০২১ ১৮:১৪

ইংল্যান্ডে জাতীয় লকডাউনের সিদ্ধান্ত সংসদে অনুমোদন

ইংল্যান্ডে তৃতীয় জাতীয় লকডাউনের সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছেন এমপিরা। সোমবার মধ্য ফেব্রুয়ারী পর্যন্ত ইংল্যান্ডে তৃতীয় দফায় জাতীয় লকডাউনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর ভোটাভুটিতে ৫শ ২৪ জন এমপি অংশ নেন।

এরমধ্যে ৫০৮ জন লকডাউনের পক্ষে ভোট দেন। মাত্র ১৬ জন এমপি লকডাউনের বিপক্ষে অবস্থান নেন। লকডাউন সমর্থন করলেও লেবার লিডার স্যার কিয়ার স্টারমার বলেছেন, সরকারের ধীর গতির সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে জাতিকে।

এদিকে পার্লামেন্টের ভেতরে যখন লকডাউন ইস্যু নিয়ে এমপিরা ভোট দিচ্ছিলেন, তখন বাইরে চলছিল পরিবেশবাদীদের বিক্ষোভ। এসময় প্রায় ১২ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য ব্রিটেনে বুধবার এক দিনেই ১ হাজার ৪১ জন মানুষ করোনায় মারা গেছেন। আর গত ছব্বিশ ঘন্টায় আরো ৬২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয় ব্রিটেনে। অন্য এক পরিসংখ্যানে বলা হয়েছে ইংল্যান্ডের প্রতি ৫০ জনে একজন করোনা আক্রান্ত আর লন্ডনে এর পরিমাণ প্রতি ৩০ জনে একজন।

আপনার মন্তব্য

আলোচিত