আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২১ ১২:২২

ভারতের হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি হাসপাতালে নবজাতক কেয়ার ইউনিটে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার একটি হাসপাতালে।

বিজ্ঞাপন

আনন্দবাজার পত্রিকা সূত্রে জানায়, মুম্বাই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরের ওই হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭ শিশু।

আগুন লাগার পর দমকল বাহিনী সাত শিশুকে সেখান থেকে উদ্ধার করতে পারলেও অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বাকি ১০ শিশু।

ওই হাসপাতালের এক চিকিৎসক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, মৃত শিশুদের বয়স এক থেকে তিন মাসের মধ্যে।

বিজ্ঞাপন

হাসপাতালের ওই বিভাগে আগুন লাগার পর একজন নার্স প্রথম ধোঁয়া দেখতে পান। তিনিই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনী।

আগুন লাগার কারণ এখনো স্পষ্ট না হলেও প্রাথমিক ধারণা শর্টসার্কিট থেকেই লেগেছিল আগুন।

ভাণ্ডারা জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খান্ডাটে বলেছেন, ‘নবজাতক কেয়ার ইউনিটে রাত ২টার দিকে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। সাত শিশুকে উদ্ধার করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত