আন্তর্জাতিক ডেস্ক

১০ জানুয়ারি, ২০২১ ১২:৩৮

৬২ আরোহী নিয়ে জাকার্তা সাগরে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ান ডুবুরিরা জাকার্তার কাছে সমুদ্রের ২৩ মিটার (৭৫ ফুট) গভীরতা থেকে রোববার (১০ জানুয়ারি) বোয়িং ৭৩৭-৫০০ মডেল উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।

এর আগে শনিবার (৯ জানুয়ারি) জাকার্তা থেকে ৬২ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।

এয়ার চিফ মার্শাল হাদি তজাহানতো এক বিবৃতিতে জানিয়েছেন, ডুবুরিরা আমাদের জানিয়েছে যে পানি স্বচ্ছ এবং ভালো থাকায় বিধ্বস্ত বিমানের কিছু অংশ খুঁজে পাওয়া যাচ্ছে। এর আগে উদ্ধারকর্মীরা যাত্রীদের শরীরের অংশ, পোশাকের টুকরা এবং ধাতবগুলোর বর্জিতাংশ সরায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত সমুদ্রের তলদেশের পরিস্থিতি এবং দৃশ্য ভালো রয়েছে। আমরা অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছি।

এদিকে এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত জাহাজটি বিধ্বস্তের কারণ সম্পর্কে জানা যায়নি। কর্তৃপক্ষ তাদের তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং কোনও যাত্রী বেঁচে নেই বলেও আশঙ্কা করছেন তারা। উদ্ধারকাজে ১০টি জাহাজ নামানো হয়েছে এবং এতে নৌ-বাহিনীর ডুবুরিরাও কাজ করছে। উদ্ধারকৃত ধ্বংসাবশেষের অংশগুলো পরীক্ষা করা হচ্ছে।

দেশটির পরিবহনমন্ত্রী বুড়ি কারিয়া সুমাদি বলেছেন, ফ্লাইট এসজে-১৮২ বিমানটি দুপুর ২টা ৩৬ মিনিটে উড্ডয়নের পূর্বে এক ঘণ্টা বিলম্ব করেছিল এবং উড্ডয়নের মাত্র ৪ মিনিট পর ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে ২৯ হাজার ফুট উচ্চতায় যাওয়ার জন্য যোগাযোগ করে এবং তখন বিধ্বস্ত হয় বিমানটি।

আপনার মন্তব্য

আলোচিত