আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২১ ১১:২৫

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৫৬

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত শত শত লোকের চিকিৎসা চলছে।

এদিকে জীবিতদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চলছে। কর্তৃপক্ষ রবিবার এ কথা জানালেও এখন পর্যন্ত ঠিক কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে তারা কিছু বলেনি।

গত শুক্রবার সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অসংখ্য লোক গৃহহীন হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে আহত শত শত লোকের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

দ্বীপটিতে ২০১৮ সালে ৭.৫ মাত্রা তীব্র ভূমিকম্প এবং সুনামির আঘাতে ৪ হাজার ৩শ’রও বেশি লোকের প্রাণহানি ঘটে অথবা নিখোঁজ হয়।

সর্বশেষ এই ভূমিকম্পে শনিবার ৪৬ জনের প্রাণহানির কথা বলা হলেও সরকারি হিসেবে এখন তা ৫৬ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত