সিলেটটুডে ডেস্ক

২০ জানুয়ারি, ২০২১ ১৭:৪০

অবশেষে প্রকাশ্যে এলেন জ্যাক মা

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন বহুজাতিক ই-কমার্স কোম্পানি আলিবাবা ডটকমের কর্ণধার এবং চীনের শীর্ষ ধনী জ্যাক মা। গত বছরের অক্টোবর থেকে অন্তর্জালসহ তাঁকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় তাঁর নিখোঁজ হওয়ার গুজব উঠেছিল।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবর, বুধবার বেইজিং সরকারের সরকারি সংবাদপত্রের সহযোগী সংস্থা তিয়ানমু নিউজের অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা মিলেছে এই ধনকুবেরের। জ্যাক মা তাঁর বাসভবন ঝিজিয়াং প্রদেশের হ্যাংজহু শহরে অবস্থান করছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, তিয়ানমু নিউজ জানিয়েছে ভিডিওটি বুধবার সকালের। সেখানে চীনের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন।

গেল বছরের অক্টোবরের শেষ দিকে সাংহাইয়ে একটি সম্মেলনে চীনা নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন জ্যাক মা। এরপর তাঁর একাধিক প্রতিষ্ঠান চীন সরকারের বাধার মুখে পড়ে। আর ওই ঘটনার পর প্রকাশ্যে দেখা মেলেনি আলিবাবা মালিকের। পূর্বনির্ধারিত ধারাবাহিক একটি টেলিভিশন শোতে দীর্ঘদিন ধরে, এমনকি চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে অনুপস্থিত থাকায় তাঁর নিখোঁজ হওয়ার গুজব দৃঢ় হয়।

আপনার মন্তব্য

আলোচিত