সিলেটটুডে ডেস্ক

২২ জানুয়ারি, ২০২১ ২০:২৪

মমতার দলে ভাঙন

মাত্র এক মাসের মধ্যে দলের শীর্ষ ৩ নেতা এবং মমতার মন্ত্রিসভার প্রভাবশালী ২ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। এরই মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বড় রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে।

অপরদিকে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতা শুরু করেছেন একনেতা।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। যদিও তিনি বিধায়ক পদে রয়েছেন এখনও। এমন কি তৃণমূল থেকেও পদত্যাগ করেননি।

পদত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে দল থেকে বহিষ্কৃত হয়েছেন জগমহন ডাল মিয়ার মেয়ে ও হাওড়ার বালি এলাকার তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। মনে করা হচ্ছে, বৈশালী ডাল মিয়াও তৃণমূল থেকে বিজেপিতে যাবেন।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের পর মুখ খুলেছেন তৃণমূলপন্থী অভিনেতা রুদ্রনীল ঘোষও। জোর জল্পনা রয়েছে, এই অভিনেতাও যাচ্ছেন বিজেপি শিবিরে।

এর আগে শুভেন্দু অধিকারী পদত্যাগ করার পর ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তাকেও নিয়ে রয়েছে জল্পনা। যেতে পারে মোদির দলে।

মে মাসের আগেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা ভোট করবে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যখন এমন ভাঙনের খেলা জমে উঠেছে ঠিক তখনই ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় জরুরি বৈঠক করছে। বৈঠক শেষে শুক্রবার সন্ধ্যায় কমিশন জানিয়েছে, আসন্ন বিধানসভা ভোটে প্রশাসনকে নিরপেক্ষ ও সুষ্ঠুভোট পরিচালনা করতে শতভাগ কাজ করতে হবে।

রাজীব বন্দ্যোপাধ্যয়ের পদত্যাগ নিয়ে তৃণমূল দাবি করেছে যে, রাজীব বন্দ্যোপাধ্যায় দপ্তরের কাজ করছিলেন না। সেচ দপ্তর থেকে তাকে সরানো হয়েছিল। এবার বন দপ্তর থেকে সরানো হতো। তাই সুযোগ বুঝে মন্ত্রিত্ব ছেড়েছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও সাংসদ অধ্যাপক সৌগত রায় এ মন্তব্য করে বলেন, তৃণমূল কংগ্রেস এসব ঘটনায় ভাবিত নয়। সুবিধাবাদীরা দল ছাড়ছেন। বিজেপি দল ভাঙানোর চেষ্টা করছে। তাতে কোনও লাভ হবে না। বাংলায় আবারও তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় ফিরছে।

আপনার মন্তব্য

আলোচিত