আন্তর্জাতিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি , ২০২১ ১২:৪৩

সু চির মুক্তি দাবি যুক্তরাষ্ট্রের

মিয়ানমারকে সতর্ক করে অং সান সু চিকে মুক্তি দেওয়ার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্র।

সোমবার (১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকির দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

‘যুক্তরাষ্ট্র, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফল পাল্টে দেয়ার বা গণতান্ত্রিক রূপান্তর ব্যাহত করার যে কোনো উদ্যোগের বিরোধিতা করে এবং এসব পদক্ষেপ থেকে সরে না এলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে,’ বিবৃতিতে বলেন সাকি।

মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সু চি ও আটক অন্যান্য নেতাদের মুক্তি দেওয়ার জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার স্থানীয় সময় ভোররাতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী সু চি এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী।

গত বছর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে মিয়ানমারের বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার পর এসব ঘটনা ঘটল।

গত বছরের সাধারণ নির্বাচনে করা ‘জালিয়াতির’ প্রতিক্রিয়ায় সরকারের জ্যেষ্ঠ নেতাদের তারা আটক করেছে বলে মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত