সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০২১ ১৫:১৩

ভারতে জেএমবির ‘বোমা মিজানের’ ২৯ বছরের কারাদণ্ড

ভারতের পশ্চিমবঙ্গ সরকার বোমা মিজান নামের এক জঙ্গিকে ২৯ বছরের কারাদণ্ড দিয়েছে। মিজান বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির আদালত।

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে এক বিস্ফোরণ মামলায় মিজানকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। পুরো নাম কাওসার ওরফে বোমারু মিজান।

এর আগে এ মামলায় অভিযুক্ত মোট ৩৪ জনের মধ্যে ৩২ জন আদালতে দোষ স্বীকার করে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়। দণ্ডিত আসামিদের মধ্যে দুজন নারীও রয়েছেন।

পশ্চিমবঙ্গ পুলিশ বলছে, এ পর্যন্ত দণ্ডিত আসামিদের পাঁচজন জেএমবির সদস্য। এর মধ্যে কাওসারের বাড়ি বাংলাদেশের খুলনায়। তিনি আদালতে দোষ স্বীকার করেননি। এ মামলায় আরেক আসামি সালাউদ্দিন সালেহিন পলাতক রয়েছেন। আর বোমারু মিজান পশ্চিমবঙ্গের কারাগারে বন্দি।

এনআইএ বলছে, সালাউদ্দিন ধরা পড়লে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে তার বিচার করা হবে।

গত ১৫ সেপ্টেম্বর এই মামলার অভিযুক্ত আরও দুই জঙ্গি আদালতে দোষ স্বীকার করেন। তাদের প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার রুপি করে জরিমানা কর হয়।

৮ সেপ্টেম্বর একই আদালতে আরও চার জেএমবি জঙ্গির সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার রুপি করে জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত