আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ, ২০২১ ১১:২৪

শ্রীলংকায় নিষিদ্ধ হচ্ছে বোরকা, মাদ্রাসা বন্ধের ঘোষণা

বোরকা নিষিদ্ধ হতে যাচ্ছে শ্রীলংকায়। দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সারাথ উইরাসেকেরা শনিবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। এছাড়া অন্তত এক হাজার মাদ্রাসা বন্ধ করারও ঘোষণা দিয়েছেন তিনি। খবর রয়টার্স।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘অতীতে আমাদের সময় মুসলিম মহিলা ও মেয়েরা বোরকা পরতো না। এটি ধর্মীয় চরমপন্থার লক্ষণ, যা সাম্প্রতিক কালে এসেছে। আমরা অবশ্যই এটা (বোরকা) নিষিদ্ধ করতে যাচ্ছি’। হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, ‘যে কেউ চাইলেই স্কুল খুলে আপনার ইচ্ছামতো বাচ্চাদের শিক্ষা দিতে পারে না’।

মুসলিম নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করতে শুক্রবার ক্যাবিনেটের অনুমোদনের জন্য একটি নথিতে স্বাক্ষর করেছেন বলেও জানান এ মন্ত্রী। ‘জাতীয় নিরাপত্তাজনিত কারণে’ দেশটি এসব উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

২০১৯ সালে শ্রীলংকায় সিরিজ বোমা হামলার পর দেশটিতে বোরকা, নিকাবসহ নারীদের মুখ ঢেকে রাখা এমন পোশাক সাময়িক নিষিদ্ধ করা হয়। এবার স্থায়ীভাবে এসব পোশাক নিষিদ্ধ করার ঘোষণা দিলেন মন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত