সিলেটটুডে ডেস্ক

২৫ মার্চ, ২০২১ ১৪:০৬

উপহার হিসেবে ১২ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে আসছেন মোদি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বাংলাদেশ সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের জন্যে তিনি উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে আসবেন।

স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বিষটি জানিয়ে তিনি বলেন, ‘সরকারিভাবে এই ১২ লাখ ডোজ সম্পর্কে আমাদের অবহিত করা হয়েছে।’

আজ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, ভারতে করোনার সংত্রমণ বেড়ে যাওয়ায় শিগগির তাদের অভ্যন্তরীণ চাহিদা বাড়ার সম্ভাবনা থাকায় তারা ভ্যাকসিন রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ, নিজস্ব জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের ভ্যাকসিন প্রয়োজন।

এ বিষয়ে অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা আমাদের দেশেও প্রভাব ফেলবে। আমরা এখন প্রথম ডোজ দেওয়া বন্ধ রেখে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে পারি।’

তিনি আরও জানান, ভ্যাকসিন সরবরাহকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সরকারকে এ বিষয়ে কিছু জানায়নি।

এ বিষয়ে বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা ডেইলি স্টারকে বলেন, ‘ভ্যাকসিন শিপমেন্টের বিষয়ে শেয়ার করার মতো কোনো আপডেট আমাদের কাছে নেই।’

আপনার মন্তব্য

আলোচিত