সিলেটটুডে ডেস্ক:

০৬ মে, ২০২১ ০২:১৯

ফেসবুকে নিষিদ্ধই থাকছেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত নিষিদ্ধই থাকছেন ফেসবুকে। এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির ওভারসাইট বোর্ড। বুধবার (৫ মে) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তবে এই নিষেধাজ্ঞার সমালোচনা করে বোর্ড বলেছে, প্ল্যাটফর্মের অন্যান্য ব্যবহারকারীদের জন্য প্রয়োগবিধির সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত ফেসবুকের নেওয়া উচিত। এজন্য কর্তৃপক্ষকে ছয়মাস সময় দিয়েছে বোর্ড।

প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের সমালোচনা করে বোর্ড বলেছে, ফেসবুক সুস্পষ্ট মান ছাড়াই অযৌক্তিকভাবে একটি স্থায়ী স্থগিতাদেশ চাপিয়ে দিয়েছিল এবং সিদ্ধান্তটি পর্যালোচনা করা দরকার। ক্যাপিটল হিলে দাঙ্গার পর গত জানুয়ারিতে ফেইসবুক থেকে নিষিদ্ধ করা হয় ডোনাল্ড ট্রাম্পকে, যখন তিনি প্রেসিডেন্টের মেয়াদের একেবারে শেষ দিকে রয়েছেন। কোনো রাষ্ট্রনেতার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নজিরবিহীন।

ওভারসাইট বোর্ড কী সিদ্ধান্ত দেয় তা দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই, কারণ ভবিষ্যতে রাষ্ট্রনেতারা নিয়ম ভাঙলে ফেইসবুক কেমন পদক্ষেপ নেবে, বোর্ডের সিদ্ধান্তেই তার ইংগিত মিলবে।

আপনার মন্তব্য

আলোচিত