আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই, ২০২১ ১১:৪০

হিমাচলে পাহাড় ধসে ৯ পর্যটক নিহত

ভারতের হিমাচল প্রদেশের কিন্নর জেলার বাস্টেরির কাছে পাহাড় ধসে গাড়ির ওপর ভারি পাথর পড়ে নয় পর্যটক নিহত হয়েছেন। রোববার (২৫ জুলাই) এ ঘটনা ঘটে বলে জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

পুলিশের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে সাংলা-চিটকুল সড়কের বাস্টেরির কাছে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। ফলে, আজ দুপুর ১টা ২৫ মিনিটের দিকে সেতু ভেঙে পড়ে এবং কিছু যানবাহনের ক্ষতি হয়। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বড় পাথর গড়িয়ে সেতুর ওপরে পড়েছে, ফলে এটি ভেঙে পড়ে।

পুলিশ জানিয়েছে, টেম্পুতে ভ্রমণকারীর ওপর ভারি পাথর পড়ে নয়জন মারা গেছেন এবং আরও দুজন আহত হয়েছেন। যাত্রীরা চিতকুল থেকে সাংলা যাচ্ছিলেন।

একই ধরনের আরেকটি ঘটনায় কিন্নর জেলায় একজন পথচারী আহত হয়েছেন বলে তারা জানান।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্নরের ভূমিধসের কারণে পর্যটকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত