সিলেটটুডে ডেস্ক

০২ অক্টোবর, ২০২১ ১৮:০৮

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দুতার্তের

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

দুতার্তের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির আগামী বছরের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়াইয়ের যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন সেটিও প্রত্যাহার করে নিচ্ছেন।

ফিলিপাইনের সংবিধান অনুসারে একজন ব্যক্তি কেবল এক মেয়াদেই বা ছয় বছর প্রেসিডেন্ট থাকতে পারবেন। ফলে দুতার্তের জন্য আগামী নির্বচানে প্রেসিডেন্ট পদে লড়ার সুযোগ নেই। যে কারণে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। সর্বশেষ ঘোষণায় সেখান থেকে সরে এলেন তিনি। গুঞ্জন উঠেছে তার মেয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

যদিও রাজনীতি ছাড়ার কারণ হিসেবে দুতার্তে বলেছেন, ফিলিপাইনের জনগণ এখন তাকে আর যোগ্য মনে করছে না।

২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই বিতর্কিত বিভিন্ন কর্মকান্ডের জন্য সবসময় বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছেন রদ্রিগো দুতার্তে। তার বিরুদ্ধে অভিযোগ আছে, গত পাঁচ বছরে মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে পুলিশ বাহিনীকে দিয়ে সন্দেহভাজন হাজার হাজার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত