ইন্টারন্যাশনাল ডেস্ক

০১ ডিসেম্বর, ২০১৫ ১৫:৫৬

সৌদিতে হামলার হুমকি আল কায়েদার

সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট এক জঙ্গি গোষ্ঠী।

সম্প্রতি সে দেশে বন্দি ৫৫ জনের শিরশ্ছেদ করার সৌদি পরিকল্পনা প্রকাশিত হওয়ার পর তারা এ হুমকি দেয়।

এসব মৃত্যূদণ্ডপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন আল কায়দা সদস্য রয়েছে।

মঙ্গলবার টুইটারে দেয়া এক বার্তায় ‘আল কায়দা ইন দা আরাবিয়ান পেনেনসুলা সংক্ষেপে একিউএপি বলেছে,‘আল্লাহর নামে শপথ করে বলছি, আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে দিব না। তাদের রক্ত শুকিয়ে যাওয়ার আগেই আমরা আল সৌদের সেনাদের রক্ত ঝরাব।’ ওই বিবৃতিতে তারা আরো বলেছে,‘আল সৌদের শাসকদের গলা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আমরা শান্ত হব না।’

গত সপ্তাহে সৌদি আরবের স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, সরকার সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত ৫৫ জনকে শিরশ্ছেদ করার পরিকল্পনা করেছে।

ওই খবর প্রকাশিত হওয়ার পরই এই হুমকি দিল একিউএপি।

আপনার মন্তব্য

আলোচিত