সিলেটটুডে ওয়েব ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৫ ১০:৩৯

সন্তানের বাবা হয়েই দাতব্য কাজে ৯৯ ভাগ শেয়ার ছাড়ার ঘোষণা জাকারবার্গের

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতি কন্যা সন্তানের বাবা হয়েছেন। মেয়ের নাম রেখেছেন ম্যাক্সিমাম, ছোট করে ম্যাক্স।

মঙ্গলবার ফেসবুকে তিনি নিজেই এই  সুখবর প্রকাশ করেছেন। একই সঙ্গে মেয়ে ম্যাক্সিমামকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন তিনি। সেখানে স্বাস্থ্যসম্মত ও সুখি পৃথিবী গড়তে তাদের কোম্পানির ৯৯ ভাগ শেয়ার ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন জাকারবার্গ দম্পতি। যাতে করে তাদের মেয়ে এবং অনাগত আরও অনেক শিশু আগামীতে সুন্দর একটি পৃথিবী পায়। পৃথিবী যেন হয়ে উঠে ‘আরো নিরাপদ’।

 তাদের মোট সম্পদের মূল্য ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। এই সম্পদ তারা দাতব্য কাজে ব্যবহার করবেন বলে জানিয়েছেন।

এই দম্পতি বলেছেন, দানের ওই অর্থ দিয়ে তাঁরা ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামে একটি নতুন দাতব্য সংস্থা গঠন করতে যাচ্ছেন। এ সংস্থার লক্ষ্য হবে, মানুষের সম্ভাবনাকে এগিয়ে নেওয়া এবং আগামী প্রজন্মের সব শিশুর জন্য সমতা নিশ্চিতে কাজ করা। ওই দাতব্য সংস্থাটি ব্যক্তিগত শিক্ষা, রোগব্যাধির চিকিৎসা, মানুষকে সংযুক্ত করা এবং শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার জন্য কাজ করবে বলে জানিয়েছেন ফেসবুকের কর্ণধার জাকারবার্গ।

আপনার মন্তব্য

আলোচিত