সিলেটটুডে ডেস্ক

১৭ মার্চ, ২০২২ ১২:১৯

পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চতুর্থ সপ্তাহে পা দেওয়ার পর বুধবার বাইডেন পুতিন সম্পর্কে এ মন্তব্য করেন। খবর আনাদোলুর।

বাইডেন বলেন, আমি মনে করে তিনি (পুতিন) একজন যুদ্ধাপরাধী।

ইউক্রেনে যুদ্ধে যুদ্ধাপরাধ নিয়ে তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের সিনেটে একটি প্রস্তাব পাস হওয়ার একদিন পর বাইডেনের এ বক্তব্য এলো।

ইউক্রেন থেকে খবর আসছে, সেখানে রাশিয়ার সেনারা বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ ছাড়া হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে।

এদিকে বাইডেনের এ বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা একজন রাষ্ট্রপ্রধানের এ ধরনের বক্তৃতাকে অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলে মনে করি, যাদের বোমা বিশ্বজুড়ে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৭২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও এক হাজার ১৭৪ জন।

জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা। ইতো মধ্যে পূর্ব ইউরোপের দেশটির বেশ কিছু শহর দখলে নিয়েছে মস্কো। এ ছাড়া বেশ কিছু শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত