ইন্টার‍ন্যাশনাল ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৬ ১৪:৫৫

মিশরে পর্যটকবাহী বাসে গুলি

মিশরের কায়রোর শহরতলীতে থ্রি পিরামিড হোটেলের সামনে থাকা এক পর্যটক বহনকারী বাসে গুলি চালিয়েছেন দুই বন্দুকধারী। এই হামলায় থ্রি পিরামিড হোটেলের সামান্য ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি বলে জানা গেছে।

মিশরের নিরাপত্তা সূত্রের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

ঘটনার কিছু সময় পরই হামলাকারী দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাসটিতে থাকা পর্যটকদের মধ্যে ইসরায়েলি আরবরাও ছিলেন।

২০১৩ সালে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই মিশরকে জিহাদি জঙ্গিদের সহিংসতার বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে।

মূলত সিনাই উপদ্বীপভিত্তিক জিহাদি-বিদ্রোহীরা শত শত মিশরের নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষকে হত্যা করেছে। দেশটির রাজধানীতে বোমা হামলাসহ পশ্চিমা লক্ষ্যে বিভিন্ন হামলা চালিয়ে আসছে।

গেল বছরের জুনে মিশরে পর্যটকদের কাছে সবচে আকর্ষণীয় নিদর্শন পিরামিডগুলো থেকে কয়েকশ’ মিটার দূরে দুই পুলিশকে গুলি চালিয়ে হত্যা করে বন্দুকধারীরা।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত একটি জিহাদি গোষ্ঠী অক্টোবরে রাশিয়ার যাত্রীবাহী এক বিমানে বোমা পেতে রাখার দাবি করে।

ওই বিমানটি বিধ্বস্ত হলে আরোহী ২২৪ জনই প্রাণ হারান। তবে মিশর বলছে, ওই ঘটনায় সন্ত্রাসের কোনো যোগসূত্র তারা খুঁজে পায়নি।

আপনার মন্তব্য

আলোচিত