সিলেটটুডে ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৩

ভারতের সঙ্গে বাণিজ্য-বিরোধের সমাধান চায় যুক্তরাষ্ট্র

ভারতের সাথে বাণিজ্য বিরোধ দ্রুত সমাধানের আশা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, বিশ্বের দুই মহান দেশ নিজেরাই এর সমাধান করবে। তবে বেসেন্ট মার্কিন শুল্ক সত্ত্বেও নয়াদিল্লির রাশিয়ান তেল ক্রয় অব্যাহত রাখার সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে, ভারত-রাশিয়ার এই বাণিজ্য ইউক্রেনে মস্কোর আক্রমণকে উস্কে দিচ্ছে।

রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। বর্ধিত শুল্কারোপের পরেও ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করেনি।

ফক্স বিজনেসের সাথে কথা বলার সময়, তিনি চীনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের তাৎপর্যকেও খাটো করে দেখেন।
বেসেন্ট বলেন, আমি মনে করি দিনশেষে, ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল গণতন্ত্র। তাদের মূল্যবোধ রাশিয়ার তুলনায় আমাদের এবং চীনের অনেক কাছাকাছি।

ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তা আরও স্বীকার করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপের পিছনে ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল কেনাই একমাত্র কারণ ছিল না। যা এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

তিনি দাবি করেছেন, ধীর গতিতে চলমান ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির পদক্ষেপের পিছনে আরেকটি কারণ ছিল।

এর আগে, ট্রাম্প ভারতের সাথে বাণিজ্যকে ‘একতরফা বিপর্যয়’ বলে অভিহিত করেছিলেন।

এদিকে, ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন কর্মকর্তা।

আলাস্কায় শান্তি নিয়ে সাম্প্রতিক আলোচনা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বোমাবর্ষণ অব্যাহত রাখার পর ট্রাম্প প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করছে বলে দাবি করেছেন তিনি।

বেসেন্ট আরও বলেন, তাই আমি মনে করি সমস্ত বিকল্প টেবিলে রয়েছে, এবং আমরা এই সপ্তাহে সেগুলো খুব ঘনিষ্ঠভাবে পরীক্ষা করব।

আপনার মন্তব্য

আলোচিত