সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০৪

জাপানে এক লাখ লোক পাঠানোর উদ্যোগ সরকারের

জাপানে এক লাখ দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার । এ বিষয়ে প্রধান উপদেষ্টার জাপান সফরের সময় দেশটির সরকারের সঙ্গে চূড়ান্ত সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, জাপান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে সম্মত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কয়েক দিনের মধ্যে প্রায় এক লাখ কর্মী জাপান পাঠানো হবে। তবে এ কর্মীদের জন্য জাপানি ভাষা জানা বাধ্যতামূলক হবে।

অর্থ উপদেষ্টা এসময় মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য গাড়ি কেনার প্রস্তাব সম্পর্কেও জানান।

সরকারি প্রস্তাব বাতিল করে আগামী নির্বাচনের জন্য মন্ত্রী ও এমপিদের দায়িত্ব পালনের কাজে ব্যবহারের উদ্দেশ্যে ৩০০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত