নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২২

স্কুল শিক্ষিকার লাশ উদ্ধারের ঘটনায় মামলা, মৃত্যুর কারণ অজানা

সিলেট নগরের লামাবাজার এলাকা থেকে এক স্কুল শিক্ষিকা মিলি দে (২৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার পরিবারের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয় বলে জানান সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

তিনি জানান, ময়না তদন্ত শেষে শুক্রবারই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্কুল শিক্ষিকার মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাতে লামাবাজার ছায়ানীড় ৩১ নম্বর বাসার ৫ম তলার ফ্ল্যাট থেকে ওই স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিলি দে (২৫) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে।

জানা যায়, মা সঞ্চিতা দে’র সাথে লামাবাজারের ওই বাসায় থাকতেন মিলি। তিনি নগরের কাজিটুলা এলাকার ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে মিলি দে’র ঝুলন্ত লাশ দেখতে পান।

ঝুলন্ত অবস্থা থেকে মিলিকে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

আপনার মন্তব্য

আলোচিত