সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৬ ২২:৩৯

ব্রাজিলে এবার চুমুতে নিষেধাজ্ঞা!

উত্তর ও দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়া জিকার আতংকে ব্রাজিলে এবার চুমু খাওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

পাঁচ দিনের জন্য কার্নিভালে মেতেছে দেশটি। আর এ উৎসব ঘিরেই দেশটির অন্তঃসত্ত্বাদের সতর্ক করা হয়েছে চুমু খাওয়ার ব্যাপারে। দেয়া হয়েছে 'নিষেধাজ্ঞাও'।

ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তা পাউলো গাদেলা এক সংবাদ সম্মেলনে অন্তঃসত্ত্বা নারীদের যথাসম্ভব চুমু খাওয়ার ব্যাপারটিকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। খবর এপির।

গবেষকেরা আগেই জানিয়েছিলেন, শুধুমাত্র মশার কামড়ই নয়, যৌন মিলন এবং রক্তের মাধ্যমেও ছড়াতে পারে জিকা ভাইরাস।

সম্প্রতি দুইজন রোগীর লালা এবং মূত্র পরীক্ষা করে পাওয়া গিয়েছে ওই ভাইরাস। আর তাতেই কপালে ভাঁজ পড়েছে গবেষকদের। কারণ, লালার মাধ্যমে সংক্রমণ হলে চুমু খেলেও ছড়াবে জিকা।

ব্রাজিলের কার্নিভাল হলো নাচগানের পাশাপাশি চুমু খাওয়ারও উৎসব। শুধু প্রেমিক-প্রেমিকাই নয়, এই উৎসবে অচেনা লোককেও চুমু খাওয়া যায়। এ নিয়ে তাই চিন্তায় পড়ে গিয়েছে ব্রাজিল সরকার।

অচেনা জিকা রোগীকে চুমু খেয়ে অন্তঃসত্ত্বা নারীরা ওই ভাইরাসে আক্রান্ত হলে পরিস্থিতি  নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই ওই স্বাস্থ্য কর্মকর্তার আবেদন, অন্তঃসত্ত্বা নারীরা পারতপক্ষে ভিড়ে বেরোবেন না। আর কাউকে চুমু খাবেন না।

এদিকে শনিবার জিকায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে কলম্বিয়ায়। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা এটিই প্রথম।

আপনার মন্তব্য

আলোচিত