ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৬ ০৮:৫৮

ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪০

ইথিওপিয়ার গাম্বেলা অঞ্চলে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৯ জন শিশু রয়েছে। প্রতিবেশী দক্ষিণ সুদান থেকে আসা বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইথিওপিয়ার সরকার।

শুক্রবার (১৫ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে বলে রোববার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যমকে জানায় ইথিওপিয়ার সরকার।

এদিকে, হামলার পরপরই ইথিওপিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সশস্ত্র বন্দুকধারীদের ধাওয়া করে ৬০ জনকে হত্যা করতে সক্ষম হয়েছে বলে জানান ইথিওপিয়ার যোগাযোগ মন্ত্রী গেটাচিও রেডা।

দক্ষিণ সুদানের মুর্লে উপজাতির লো্কজন এ হামলা চালিয়েছে বলেও জানান তিনি।

দেশ দু’টির সীমান্তবর্তী অঞ্চলের মধ্যে দীর্ঘদিন থেকেই বিভিন্ন ইস্যুতে সংঘর্ষ চলে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত