সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৬ ১১:৪৯

ইকুয়েডরে ভূমিকম্পের সময় পালিয়েছে ১০০ বন্দী

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে প্রলয়ঙ্করী ভূমিকম্পের সময় ১০০ বন্দী পালিয়ে যাওয়ার খবর দিয়েছে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়।

টুইটারে দেওয়া এক বার্তায় ইকুয়েডরের বিচারমন্ত্রী লেডি জুনিগা জানান, পোর্তভিয়েজো শহরে কারাগার থেকে প্রায় ১০০ বন্দী ভূমিকম্পের সময় পালিয়ে গেছে। তাদের মধ্যে ৩০ জন আবার ধরা পড়েছে। কেউ নিজের ইচ্ছায় ফিরে এসেছে। অন্যদের খোঁজ চলছে।

এদিকে এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ২৭২-এ পৌঁছেছে। প্রেসিডেন্ট রাফায়েল কোরাইয়া আশঙ্কা প্রকাশ করেছেন, নিহত লোকের সংখ্যা বাড়তে পারে।

এখনো বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। পাওয়া যেতে পারে আরও লাশের সন্ধান।

গত শনিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময়  সন্ধ্যায় এক মিনিট স্থায়ী ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইকুয়েডরে আঘাত হানে। দেশটির ভাইস প্রেসিডেন্ট হোর্হে গ্লাস বলেন, প্রায় আড়াই হাজার মানুষ আহত হয়েছে।


খবর সূত্র: রয়টার্স, এএফপি

আপনার মন্তব্য

আলোচিত