আন্তর্জাতিক ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৬ ১৭:১৪

দিল্লির জাদুঘরে ভয়াবহ অগ্নিকান্ড

ভারতের দিল্লিতে অবস্থিত জাতীয় জাদুঘরে (ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি) ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে জাদুঘরটি। এ সময় ছয় দমকলকর্মী আহত হয়েছেন যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসি।

সোমবার রাত পৌনে দুইটার দিকে মধ্য দিল্লির মান্ডি হাউসের কাছে এফআইসিসিআই কমপ্লেক্সের ছয়তলায় অবস্থিত জাদুঘরে আগুন লাগে। পরে তা ৭ তলা ভবনটির সবখানে ছড়িয়ে পড়ে। ওই ভবনের পাশে অবস্থিত এফসিসিআই অডিটোরিয়ামেও পৌছে যায় আগুনের শিখা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩৫টি ইঞ্জিন। প্রায় চার ঘণ্টা পর ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। 

ভারতের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে জাদুঘরটি পরিচালিত হয়। মঙ্গলবার সকালে পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদেকার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এটি খুবই মর্মান্তিক, এ জাদুঘরটি জাতীয় সম্পদ। আমাদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।’

পরিবেশবিষয়ক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৮ সালে ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি গড়ে ওঠে। প্রতিদিন জাদুঘরটি পরিদর্শন করেন এক হাজারের মতো দর্শনার্থী।

আপনার মন্তব্য

আলোচিত