আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৬ ০০:৩১

নরওয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১১

নরওয়ের বারজেন শহরে শুক্রবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছে। নিহতদের নয়জন নরওয়ের নাগরিক। নিখোঁজ দুইজনের একজন ইতালি ও অন্যজন ব্রিটিশ নাগরিক। 

বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

নরওয়ের বেসামরিক বিমান কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছে, ২০১২ সালে একবার ইসি-২২৫ হেলিকপ্টারটির গিয়ার বক্সে সমস্যা ধরা পড়েছিল। তখন থেকেই হেলিকপ্টারটি আকাশে উড্ডয়নের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল।

এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি মার্কিন দুর্ঘটনা তদন্তকারী দল দুর্ঘটনা স্থলে পাঠানো হচ্ছে। কেননা নরওয়ের তেলসমৃদ্ধ ওই এলাকায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা এটিই প্রথম নয়।

পুলিশের  মুখপাত্র মর্টেন ক্রোনেন বলেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করছি, যেখানে আমরা সম্মিলিতভাবে নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারের জন্য কাজ করছি।’ 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উড্ডয়নের সময় বিধ্বস্ত হেলিকপ্টারটির পাখা (প্রপেলার) আলগা হয়ে যায়। বারজেন শহরের গালফাকস তেলক্ষেত্রের ওপর দিয়ে যাওয়ার সময় এটি দুর্ঘটনার শিকার হয়। ভূপাতিত হয়ে হেলিকপ্টারটি সলবিক গ্রামের পশ্চিমে একটি ছোট দ্বীপ তুরওয়েতে আছড়ে পড়ে। 

আপনার মন্তব্য

আলোচিত