সিলেটটুড ডেস্ক

০৯ মে, ২০১৬ ০০:৩২

‘কোল থেকে নামাও, আমি ওর স্ত্রী’

খুদে ভক্তকে কোলে তুলে নিয়ে আদর করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন যুক্তরাজ্যের ব্যবসায়ী মিশেল মোন! ভিয়েতনামের ওই অভিজ্ঞতার কথা মোন শনিবার তার টুইটারে নিজেই জানিয়েছেন। সেই সঙ্গে ৪৬ বছর বয়সী ওই খুদে ভক্তকে কোলে নেওয়ার ছবিও টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন।
 
ভিয়েতনামে এক উদ্যোক্তা সম্মেলনে শনিবার প্রায় তিন হাজার মানুষের সামনে বক্তৃতা দিচ্ছিলেন মিশেল মোন। আচমকা দর্শক সারি থেকে ফুল হাতে মঞ্চে আসেন দেখতে ছোট্ট অথচ ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি। মিশেল তার হাত থেকে ফুল নেন; ছয় বছরের শিশু ভেবে তাকে কোলে নিয়ে কয়েকটা সেলফিও তুলে ফেলেন।
 
এরপর শুরু হলো বিপত্তি ও বিব্রত হওয়ার পালা! সামনের আসনে বসা এক নারী আচমকা দাঁড়িয়ে মোনের উদ্দেশে চিৎকার করে বলেন, 'ওকে কোল থেকে নামিয়ে দিন, আমি ওর স্ত্রী।' অমনি বিমর্ষ হয়ে 'কোল থেকে নামাও, আমি ওর স্ত্রী'
৪৬ বছরের খুদে ভক্তকে কোলে তুলে নিয়ে সেলফি তুলেন মোনে—টুইটার
পড়েন মিশেল। তখন তিনি জানতে পারেন, শিশু নয় তিনি একজন ৪৬ বছর বয়সী লোককে কোলে নিয়ে আছেন! আর পুরো হলজুড়ে তখন হাসির রোল।
 
টুইট বার্তায় মোনে বলেন, 'খুবই বিব্রতকর পরিস্থিতি। ভিয়েতনামে প্রায় তিন হাজার মানুষের সামনে এ ঘটনা ঘটেছে। তাকে ছয় বছরের শিশু ভেবে কোলে তুলে নিয়েছিলাম; কিন্তু তিনি একজন পরিপূর্ণ মানুষ!'
 
তিনি আরও বলেন, 'এ ঘটনার পরও ওই ব্যক্তি চুপচাপ ছিলেন; তার কোনো বিকারই ছিল না। আর পুরো হল রুমে হাসির রোল পড়ে গিয়েছিল।'
 
মোনে আরও জানান, তিনি যখন ওই লোককে কোলে নেন তখন ঘুণাক্ষরেও বুঝতে পারেননি সে শিশু নয়, ৪৬ বছর বয়সী একজন পূর্ণাঙ্গ পুরুষ।
 
তবে এ বিষয়ে তার সন্দেহ হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। মোনে বলেন, 'আমার সন্দেহ হয়েছিল। কারণ, ওই ব্যক্তির দাঁতগুলো নিকোটিন নেওয়ার কারণে গাঢ় হলুদ হয়ে গিয়েছিল।' সূত্র: মেইল অনলাইন

আপনার মন্তব্য

আলোচিত