সিলেটটুডে ডেস্ক

০৯ মে, ২০১৬ ১১:১৯

চীনে ভূমিধসে নিহত ৮

চীনের ফুজিয়ান প্রদেশের তাইনিং কাউন্টিতে ভূমিধসে ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৩৩ জন।

রোববার ভোর ৫টার দিকে এই ভূমিধসের ঘটনা ঘটে। প্রায় ১ লাখ কিউবিক মিটার মাটি ও পাথর পাহাড়ের পাদদেশে অস্থায়ীভাবে তৈরি করা বাসস্থানের উপর এসে পড়ে।

পানিবিদ্যুৎ স্টেশনের একটি নির্মাণস্থলে ছিল এই অস্থায়ী বাসস্থান। ভূমি ও পাথর ধসে পানিবিদ্যুৎ স্টেশনটির কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিনহুয়া জানিয়েছে। উদ্ধার করা লাশগুলোর পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। শনিবার থেকে সেখানে ১৯১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত