সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১০ মে, ২০১৬ ০৯:১৮

‘ভাল ব্যবহার’ করলেই মিলবে ডিসকাউন্ট

চীনের এক বিশ্ববিদ্যালয়ে ভাল ব্যবহারের জন্য ক্যান্টিনে ছাত্রদের ৫০% ডিসকাউন্ট দেয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, পূর্বাঞ্চলীয় আনহুই নর্মাল ইউনিভার্সিটিতে যে ছাত্র কর্মচারীদের সাথে ভাল ব্যবহার করবে এবং তাদের সাথে দেখা `হ্যালো`, `প্লিজ`, `ধন্যবাদ` ইত্যাদি বলবে তারা এই ডিসকাউন্ট পাবে।

এর ফলে দুপুরের খাবারের দাম ৬ ইউয়ান ($১.৬০) থেকে তিন ইউয়ানে নেমে আসবে।

কর্মচারীদের কাজের প্রশংসা করলেও খাবারের দাম কমানো হবে।

ছবি: আনহুই নর্মাল ইউনিভার্সিটি

আনহুই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জিং ফ্যাংমিং বলছিলেন, 'সম্প্রতি ছাত্ররা কিভাবে সদ্ব্যবহার শিখতে পারে, তা নিয়ে আমাদের মধ্যে ভাল একটি আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় যে এই ভাল ব্যবহার শেখানোর কাজে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনকে আমরা কাজে লাগাতে পারি।'

সারা বিশ্বে অর্থের টানাটানিতে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই অভিনব পরিকল্পনার একটা আবেদন থাকলেও থাকতে পারে।

কিন্তু চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পরিকল্পনার বেশ সমালোচনাও হচ্ছে।

মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েইবো-তে একজন মন্তব্য করেছেন: 'ভাল আচরণ শিখতে হলে আমাকে টাকা-পয়সা খরচ করতে হবে? এটা আমি বিশ্বাস করতে পারছি না।'

একজন বলেছেন, সদ্ব্যবহারকে যখন দরাদরির অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তখন তার মূল্য কমে যায়।

আরেকজন মনে করছেন, যেখানে এমনিতেই সবার সাথে ভাল ব্যবহার করা উচিত সেখানে এটা একটা `ট্র্যাজেডি`।

এর মাধ্যমে শিক্ষার্থী আসলেই কিছু শিখবে কি না, তা নিয়েও অনেকে শঙ্কা প্রকাশ করেছেন।

একজন মন্তব্য করেছেন, 'এই ধরনের ট্রেনিং কি আমরা কি পশুপাখিকে দেই না?'

 

আপনার মন্তব্য

আলোচিত